শনিবার হংকংয়ে তাই পো স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলনের আগে টিম বাংলাদেশ ঢাকা স্টেডিয়ামে অনিন্দ্য সুন্দর ফুটবলের পসরা সাজিয়েও একটুর জন্য পুড়তে হয়েছে হতাশার অনলে। বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের গল্পটা পুরনো। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হার সেই চেনা বেদনারই পুনরাবৃত্তি,‘এই ম্যাচটা যে পর্যায়ে ছিল...বুঝতে পারছি না ন্যূনতম এক পয়েন্টও হাতছাড়া হলো কীভাবে। বললে সেটা ভাঙা রেকর্ডারের মতো মনে হতে পারে, কিন্তু আমরা দারুণ উন্নতি করেছি।’ বলছিলেন বড় তারকা হামজা চৌধুরি। দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ ম্যাচে ফিরে আসে দারুণভাবে; দেশের ফুটবল ইতিহাসে যা বিরলই বলা যায়। র্যাঙ্কিংয়ের ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে এভাবে মনোবল ধরে রাখাটা চাট্টিখানি কথা নয়। অবশ্যই উন্নতির প্রতিচ্ছবি এটি,‘ফুটবলের উত্থান-পতন থাকবে। দল নিয়ে আমি গর্বিত, কিন্তু আমাদের এখন পরের ধাপে যেতে হবে। মঙ্গলবার আমাদের...