শনিবার সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি হাতে ফাইনালের দুই অধিনায়ক আকবর ও মিথুন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি২০ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগ। সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মেগা ফাইনালে খুলনাকে হারিয়ে শিরোপা ধরে রাখতে চান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক আকবর আলি। এদিকে অনেকদিন ট্রফি না জেতা খুলনাকে এই ট্রফি উপহার দিতে চান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গত বছর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।এই টুর্নামেন্টের ফাইনালের আগে সিলেটে শনিবার আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন দুই দলের অধিনায়ক। ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক আকবর বলেন, ‘ফাইনাল ম্যাচ যদিও, তারপরও আমি বলব,...