পাকিস্তানকে উড়িয়ে (৭ উইকেটের জয়) বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ সেই জয়ের রূপকার ছিলেন বোলাররা। অবিস্মরণীয় এক স্পেলে বিশ্ব ক্রিকেট নাড়িয়ে দিয়েছিলেন সেনসেশনাল পেসার মারুফা আক্তার। আসর শুরুর আগে যে ব্যাটিং নিয়ে ছিল দুশ্চিন্তা, পরের দুই ম্যাচে টানা দুই হারে সেটিই ডুবিয়েছে। ১৭৮ রানে গুটিয়ে ইংল্যান্ডের কাছে হার ৪ উইকেটে। আর নিউজিল্যান্ডের ২২৭ রানের জবাবে ১২৭ রানে অলআউট হয়ে হারতে হয়েছে ১০০ রানের বড় ব্যবধানে। স্বাভাবিকভাবেই তাই এমন বিপর্যস্ত পারফরম্যান্সের দায় ব্যাটারদের ওপর দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি,‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধারাবাহিক নই। যখন ২০০ রানের বেশি তাড়া করছেন, অবশ্যই টপ অর্ডারদের ভালো করতে হবে, নইলে লক্ষ্যে পৌঁছা কঠিন।’ বলছিলেন অধিনায়ক। সোমবার বিশাখাপত্তমে পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।জ্যোতি বলেন,‘স্পিনাররা তাদের কাজ ঠিকঠাক করেছে। ৩০ ওভার পর্যন্ত আমরা...