ভারতের চিকিৎসকরা এক ১১ বছর বয়সী একটি শিশুর মুখে আবিষ্কার করেছেন অবিশ্বাস্য ৮১টি দাঁত! বিরল এক দাঁতের রোগ ‘হাইপারডনশিয়া’–এর (Hyperdontia) কারণে এমন অস্বাভাবিকভাবে দাঁত গজিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাইপারডনশিয়া এমন এক বিরল অবস্থা, যেখানে স্বাভাবিক দাঁতের পাশাপাশি অতিরিক্ত দাঁত জন্ম নেয়। সাধারণত মানুষের মুখে ৩২টি স্থায়ী দাঁত থাকে, কিন্তু এই রোগে আক্রান্তদের মুখে দাঁতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এটি ঘটে ‘ডেন্টাল লামিনা’ নামের এক বিশেষ টিস্যুর অস্বাভাবিক কার্যকলাপের কারণে, যা দাঁত গঠনে ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, জিনগত পরিবর্তন, বিকাশজনিত ত্রুটি বা কিছু নির্দিষ্ট সিনড্রোম—যেমন গার্ডনার সিনড্রোম ও ক্লেইডোক্রানিয়াল ডিসপ্লাসিয়ার কারণে এই অতিরিক্ত দাঁত গজাতে পারে। অনেক সময় এই দাঁতগুলো মাড়ির নিচে লুকিয়ে থাকে, আবার কখনও মুখের ভেতরে দৃশ্যমান হয়। সাধারণত অতিরিক্ত ১ থেকে ৪টি দাঁতের ঘটনা দেখা গেলেও, ৮১টি দাঁত...