রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযানে চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) সকালে বসিলা আর্মি ক্যাম্পের দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সেলিম (৫৫), সোহান (২৩) ও সৈয়দপুরিয়া নওশাদ (৩০)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্রে জানা যায়, গ্রেফতার সেলিমের বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি তার সহযোগীদের নিয়ে ঢাকা উদ্যান এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদের বাসায় হামলা চালান। ওই ঘটনায় হারুনুর রশিদ গুরুতর আহত হন। ফ্ল্যাট দখলের উদ্দেশে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে সেলিম ও সোহান পলাতক ছিলেন। এর আগেও গত ৬ আগস্ট সেনাবাহিনী তাদের ধরতে অভিযান...