তানজীব সারোয়ার বলেন, ‘হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই পরিবারের কাছের মানুষজন উপস্থিত ছিলেন।’ সানজিদা রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তানজীব বলেন, ‘২০১৪ সালে আমার গাওয়া “দিল আমার” গানটি প্রকাশিত হয়। এরপর আমি ছায়ানটে গান শিখতে যাই। ছায়ানটে তখন নজরুলসংগীতে তালিম নিচ্ছিল সাবা। সেখানেই প্রথম সে আমাকে দেখে। এরপর আমার ফেসবুকে পোস্ট করা “দিল আমার” গানের প্রশংসা করে মন্তব্য করে। এরপর দীর্ঘ ১০ বছর আমাদের কোনো যোগাযোগ নেই। এ বছরের শুরুতে আমি হঠাৎ সাবার ফেসবুক স্টোরিতে পোস্ট করা পেইন্টিংয়ে প্রশংসাসূচক মন্তব্য করি। তাঁকে অভিনন্দন জানাই। এরপর আমাদের আবার কথা শুরু হয়। একটা সময় জানতে পারি, সে সেনা কর্মকর্তা। এরপর আমি সরাসরি তাঁকে বলি, এখন প্রেম করার বয়স নেই, আমরা যদি সম্পর্কটা এগিয়ে নিতে চাই, তাহলে বিয়ে...