দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র নয়, এটি তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও আকাক্সক্ষারও প্রতিচ্ছবি। বাংলাপিডিয়ার তথ্যানুসারে বর্তমানে এখানে প্রায় ৪৭,১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এই শিক্ষার্থীদের মধ্যে যেমন রয়েছে সম্ভাবনা, তেমনি প্রতিনিয়ত তারা মুখোমুখি হচ্ছে নানা চ্যালেঞ্জের। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থীকে নতুন পরিবেশে মানিয়ে নিতে মানসিক অস্থিরতার সম্মুখীন হতে হয়। একাডেমিক চাপ, আর্থিক অসুবিধা, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যাজনিত উদ্বেগ ও বিষণœতা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে শারীরিক দুর্বলতা দেখা দেয়, যার প্রভাব পড়ে পড়াশোনার ওপর। কাক্সিক্ষত ফল অর্জনে ব্যর্থতা এবং পছন্দের বিষয়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করে হীনম্মন্যতা। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া ও সামাজিক প্রতিযোগিতাও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।...