১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক বিবৃতিতে বলেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য। দলটির মতে, ন্যায়বিচার কেবল অতীতের ঘটনার দায় নির্ধারণ করে না, বরং ভবিষ্যতে যেন এমন অপরাধ কেউ না করে, সে নিশ্চয়তাও প্রদান করে। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। শনিবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, একটি দেশের শাসনব্যবস্থা পরিচালিত হওয়া উচিত ‘ল অফ দ্য ল্যান্ড’ বা আইনের শাসনের ভিত্তিতে। কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো যেমন অনুচিত, তেমনি তাদের...