বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আকস্মিক সিলেট সীমান্তে হাজির। যে পথ দিয়ে গুম করে তাকে ভারতে নেওয়া হয়েছিল ঠিক সেসব স্থান ঘুরে ঘুরে দেখেছেন তিনি। তবে এবার আর অপহরণ নয়, সেই অপহরণের ঘটনার অভিনয় করতে এসেছেন তিনি। শনিবার (১১ অক্টোবর) দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয় ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিয়ে ডকুমেন্টরি করা হচ্ছে। ওই ডকুমেন্টারির অংশের শুটিংয়ে অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের...