নতুন আমির নির্বাচনের জন্য ভো গ্রহণ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। এবারের নির্বাচনে জামায়াতের তিন সদস্যের প্যানেলে রয়েছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান ও বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।জামায়াতে ইসলামীর ঢাকা মহনগরের রোকনদের (সদস্য) ভোটের মাধ্যমে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। শনিবার রাজধানীর একটি অডিটরিয়ামে ভোট দেন ঢাকা মহানগর দক্ষিণের রুকনগণ। এবারের নির্বাচনে সারাদেশে এক লাখ ২৫ হাজারের বেশি রুকনগণ ভোট দিয়ে নতুন আমির নির্বাচন করবেন।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জনকণ্ঠকে বলেন, মজলিসে শূরার সদস্যদের ভোটে তিনজনের প্যানেল হয়েছে। চলতি মাসের মধ্যে আমির নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষে হবে। চিঠির মাধ্যমে প্যানেল সম্পর্কে রুকনদের জানানো হয়েছে। কেউ চাইলে প্যানেলের বাইরেও যোগ্য মনে...