বাংলাদেশ যেন নিত্যনতুন বিস্ময়ের জন্ম দিয়েই চলেছে। ১৯১ রানও তাড়া করতে পারবে না, সেটা কে ভেবেছিল? মেহেদী হাসান মিরাজের দল এবার সেটাই করে দেখিয়েছে। ১০ রানে শেষ ৫ উইকেট খুইয়ে অলআউট হয়েছে ১০৯ রানে। ম্যাচটা হেরেছে ৮১ রানের বিশাল ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৪ ওভারেই ১০০ রানে ৮ উইকেট হারিয়েছে টাইগাররা। একসময় ৫ উইকেটে ৯৯ রান থেকে মুহূর্তের মধ্যে পরপর তিন ব্যাটার আউট হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে। বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ফাইন লেগে বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। এরপর সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি। ২৫ রানে নাজমুল...