পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ভারতের মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন, বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম পিটিআই। অমিত শাহ বলেন, “মুসলিম জনসংখ্যা ২৪.৬ শতাংশ বেড়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে ৪.৫ শতাংশ। এটা জন্মহার বৃদ্ধির কারণে হয়নি; এটা হয়েছে অনুপ্রবেশের কারণে।” ভারতের বিভাজন ধর্মের কারণে হয়েছিল বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “ভারতের দুই পাশেই পাকিস্তান গঠন করা হয়েছিল। এখন সেখান থেকে অনুপ্রবেশ ঘটেছে। এটাই জনসংখ্যায় পরিবর্তনের কারণ।” ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য করার অনুরোধ জানাবো। পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু জনসংখ্যা...