ঋতু হিসেবে বৈশিষ্ট্য হারাচ্ছে শরৎ, তেমনি শরৎকে কেন্দ্র করে আয়োজিত উৎসবও সংকুচিত হচ্ছে। একদিকে নদী শুকিয়ে যাচ্ছে, কাশফুল বিলীন হচ্ছে; অন্যদিকে শরতের উৎসব নিয়ে চলছে রাজনীতির খেলা। উভয় ক্ষেত্রেই দায়ী মানুষের নিয়ন্ত্রণলিপ্সা। কথাগুলো মনে এল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎ উৎসব আয়োজনের খবর শুনে। এর আগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমোদন বাতিল করে আলোচনার সূত্রপাত করে। গত দুদিন ধরে এ নিয়ে যথেষ্ট জল ঘোলা করার পর চারুকলার ডিন অধ্যাপক আজহারুল ইসলাম আজ বললেন, উৎসবটি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ই করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শরতের একটি উৎসব করতেই পারে। তবে সেটা করার জন্য সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব বন্ধ করে দেওয়ার দরকার ছিল কোনো? একটি উৎসব বন্ধ করে আরেকটি উৎসব আয়োজন করা হচ্ছে বলেই প্রশ্ন ওঠেছে এ কী সত্যিই শরতের আয়োজন,...