স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অন্যদিনের তুলনায় শুক্রবার লিল্যান্ড শহরে লোকজনের আনাগোনা একটু বেশি ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?এদিকে, একই রাতে মিসিসিপির আরেক ছোট শহর হাইডেলবার্গেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানেও স্থানীয় ‘হোমকামিং’ সপ্তাহান্তে হামলায় দুইজন নিহত হন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান কর্নেল হোয়াইট।পুলিশ বলছে, লিল্যান্ড ও হাইডেলবার্গের গুলিবর্ষণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এদিকে, একই রাতে মিসিসিপির আরেক ছোট শহর হাইডেলবার্গেও গুলিবর্ষণের...