মাদাগাস্কারের সরকার বিরোধী আন্দোলনকারীরা এবার সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) রাজধানী আনতানানারিভোর ঐতিহাসিক ‘মে ১৩’ চত্বরে সেনাপ্রহরায় অবস্থান গ্রহণ করেন তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রয়োজনে সরকারের নির্দেশ অমান্য করে আন্দোলনকারীদের পাশে থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছ এলিট ইউনিট ‘ক্যাপসাট’। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্যাপসাট সদস্যদের ‘জনগণের পাশে থাকার’ আহ্বান জানাতে দেখা গেছে। উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট রাজোয়েলিনার ক্ষমতা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্যাপসাট ইউনিট। স্থানীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, কিছু সেনা ব্যারাক ছেড়ে বেরিয়ে বিক্ষোভকারীদের ‘মে ১৩’ চত্বরে নিয়ে যাচ্ছেন। অতীতে বহু রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছে ওই স্থান থেকে। গত কয়েক সপ্তাহ ধরে চত্বরটিতে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় ছিল এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। কেনিয়া ও নেপালে...