নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করে বড় অঙ্কের অর্থ গড়ে তোলা এখন অনেক সহজ। ডাচ-বাংলা ব্যাংকের ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) সেই সুযোগই দিচ্ছে গ্রাহকদের। যারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিয়মিত সঞ্চয় করতে চান, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য মাধ্যম। যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে এই ডিপিএসে জমা রাখেন, তবে ৫ বছর শেষে মোট জমা হবে ৩,০০,০০০ টাকা।মেয়াদ শেষে আপনি পাবেন প্রায় ৩,৫০,০০৯ টাকা— অর্থাৎ মুনাফা হিসেবে ৫০,০০৯ টাকা। এই স্কিমে ছোট ছোট মাসিক কিস্তি ধীরে ধীরে বড় অঙ্কে পরিণত হয়, যা ভবিষ্যতের জরুরি প্রয়োজনে সহায়ক হতে পারে। ডাচ-বাংলা ব্যাংকের মতে, এই ডিপিএস শিক্ষা, বাসস্থান নির্মাণ, অবসরকালীন সঞ্চয় কিংবা পরিবারিক নিরাপত্তা গঠনের জন্য...