সিরিজ রক্ষার ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানে থামালেও ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটাররা। এদিন মিরাজরা অল-আউট হয় ১০৯ রানে।এতে করে ৮১ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে শান্তরা। একই সঙ্গে রশিদদের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ।"এর আগে, টস হেরে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে ইনিংস বড় করতে পারেননি গুরবাজ।পঞ্চম ওভারে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তিনে ব্যাট করতে নেমে জাদরানকে সঙ্গে দেওয়ার চেষ্টা করছেন সেদিকুল্লাহ আতাল।নবম ওভারের চতুর্থ বলে তানভীরের প্রথম শিকার হন তিনি। ৬ বলে ৫ রান করেছেন এই ব্যাটার। এতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান...