চ্যালেঞ্জ সামনে রেখেই বিদেশি বিনিয়োগ বাড়ানোর নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি উদ্যোক্তাদের মুনাফা নিজ দেশে সহজে পাঠানো এবং প্রয়োজনে ব্যবসা-বাণিজ্য থেকে বেরিয়ে যাওয়ার মতো নীতিমালা করার কথা ভাবছে সরকার। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স হলিডে প্রদানসহ বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। মূলত কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের একটি ডেটাবেজ তৈরি করার কাজ শুরু হয়েছে। বিনিয়োগ হিটম্যাপ প্রকাশ করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।জানা গেছে, বৈশ্বিক সংকটের এই সময় নানা কারণে দেশে বিদেশি বিনিয়োগ খুব বেশি আনা যায়নি। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সব সূচকই ছিল নেতিবাচক। তবে মুনাফার পুনঃবিনিয়োগের...