‘আমাকে যেদিন বর্ডার ক্রস করা হচ্ছিলো, তখন তো আমি জানতাম না আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে, আমি জানতাম, আমাকে ক্রসফায়ার করবে বা বনে-জঙ্গলে ফেলে দেবে।’ শনিবার সিলেটে ‘গুম হওয়ার’ সেই দিনের স্মৃতিচারণ করে এমনটিই বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুম করার পর সিলেটের তামাবিল সীমান্ত দিয়েই তাঁকে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিলো বলে ধারণা সালাউদ্দিনের। শনিবার তামাবিল সীমান্তে গিয়ে তিনি বলেন, ‘যখন আমাকে এখান থেকে ক্রস করে নিয়ে গেলো, হয়তো এই রাস্তা দিয়েই হবে, আমার এমনটিই মনে হচ্ছে। হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অবস্থায় তারা আমাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় মানুষ ও পুলিশ এলে বুঝতে পারি আমি শিলংয়ে আছি।’ তিনি বলেন, ‘সেখানে যখন মেন্টাল হসপিটালে নিয়ে গেলো, তখন ভেবেছিলাম পাগলের মতোই বাকি জীবন কাটাতে হবে।’ সংস্কৃতি...