গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার সেনানিবাসে নয়, প্রকাশ্যে ট্রাইব্যুনালে হতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে জুলাইয়ের চেতনা ধারণকারী প্রায় একশটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। শনিবার (১১ অক্টোবর) জুলাইঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চব্বিশের বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও রয়ে গেছে তার সহযোগীরা। ১৪ মাসেরও বেশি সময় অতিক্রম করলেও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিবর্তন আসেনি গণহত্যাকারীদের। চেয়ারে বসে এখনও ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বিভিন্ন বাহিনীর বিপথগামীরা। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচার হাসিনা, গণহত্যাকারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধানসহ ২৮ জনের বিরুদ্ধে গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পদক্ষেপ গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের দীর্ঘদিনের বেদনা-বিক্ষোভে কিছুটা আশার আলো জাগিয়েছে। কিন্তু এটি যথেষ্ট নয়। আমরা...