দেশে জ্বালানি সংকটের মূল কারণ রাজনীতিবিদ ও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এক্ষেত্রে রাজনীতিবিদরা জ্বালানি নিশ্চিত না করেই চাহিদার অতিরিক্ত বিদ্যৎকেন্দ্র স্থাপন এবং গ্যাস খাতে অসংখ্য অবৈধ সংযোগ দিয়েছে। অপরদিকে কিছু অসাধু ব্যবসায়ী সংকট দেখিয়ে ১২শ’ টাকার এলপিজি সিলিন্ডার ১৫শ’ টাকায় বিক্রি করেছে। শনিবার ‘বাংলাদেশে এলপিজি : অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা বলেন। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে পলিসি কনক্লেভটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।কনক্লেভের প্যানেল আলোচনায় অংশ নেন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের...