আলোচিত সিনেমা ‘সোলজার’-এ অবশেষে চূড়ান্ত হলো শাকিব খানের নায়িকা কারা হচ্ছেন। গত শুক্রবার নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, এই দেশপ্রেমের গল্পে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। গত এক মাস ধরে গুঞ্জন চলছিল এই ছবিতে শাকিব খানের সঙ্গে কে জুটি বাঁধবেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জানান, প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অন্যদিকে, ‘মিশন এক্সট্রিম’ এবং ‘আদম’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করা ঐশী ফিরছেন বড় তারকার নায়িকা হয়ে। পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি।’ শাকিব...