আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে জাতীয় দলের প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা, তবে এই ম্যাচে মেসিকে একাদশে না দেখে সমর্থকরা বিস্মিত হয়েছিলেন। অবশেষে জানা গেল এর মূল কারণ- মিয়ামির হয়ে গুরুত্বপূর্ণ এমএলএস ম্যাচে অংশ নেওয়ার সুযোগ দিতেই কোচ লিওনেল স্কালোনি তাকে এই সুবিধা দিয়েছেন। ভেনেজুয়েলার বিপক্ষে মেসি মাঠে না নামায়, এখন জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর তিনি আবার আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের আগে দলে যোগ দিতে পারেন, যা পুয়ের্তো রিকোর বিপক্ষে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, মেসির খেলা নির্ভর করছে ভেনেজুয়েলার বিপক্ষে সে খেলছে কি না তার ওপর। ভেনেজুয়েলার ম্যাচের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল। মাসচেরানো বলেন, তবে সত্যি কথা হলো,...