চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গকে জসুয়া কিমিচের জোড়া গোলে ৪-০ তে বিধ্বস্ত করেছে। দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এই জয়ে গোল ব্যবধানে স্লোভাকিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ-এ’র শীর্ষস্থান দখল করেছে জার্মানি। বাছাইপর্বে এর আগে দুই ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করলেও স্লোভাকিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথম ২-০ গোলে পরাজিত হয়েছিল জার্মানি। গতকাল শুক্রবার নিজেদের মাঠে ডেভিড রমের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মানি। ২১ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কিমিচ। ৪৮ মিনিটে সার্জি গ্যানাব্রির গোলে ব্যবধান ৩-০’তে দাঁড়ায়। দুই মিনিট পর পোস্টের খুব কাছে থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিমিচ। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। ম্যাচের ২০ মিনিটে বক্সের ভিতর...