কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অনলাইন প্রতারণার নতুন কৌশল নিয়েছে কিছু বিদেশি প্রতিষ্ঠান। এআই দিয়ে তৈরি ছবি ও মনগড়া গল্পের মাধ্যমে তারা নিজেদের যুক্তরাজ্যের পারিবারিক ব্যবসা হিসেবে উপস্থাপন করছে। অনেক ক্রেতা এসব ওয়েবসাইটে বিশ্বাস করে পণ্য কিনে পরে বুঝতে পারছেন, তাঁরা প্রতারিত হয়েছেন। কারণ, এসব পণ্য আসলে স্থানীয় কোনো দোকান থেকে নয়, পাঠানো হচ্ছে পূর্ব এশিয়ার গুদামঘর থেকে। এমনই একটি ভুয়া অনলাইন দোকান ‘সে লা ভি’। ওয়েবসাইটে দাবি করা হয়, বার্মিংহামের ঐতিহাসিক গয়নার পল্লিতে এলিন ও প্যাট্রিক নামের এক দম্পতি ২৯ বছর ধরে এই পারিবারিক ব্যবসা চালাচ্ছেন। কিন্তু পণ্য ফেরত পাঠানোর ঠিকানায় দেখা গেছে, সেটির অবস্থান চীনে। ব্রিটিশ ভোক্তা সুরক্ষা সংস্থা ‘উইচ’ বলছে, এআইনির্ভর প্রযুক্তির মাধ্যমে প্রতারকেরা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারছে। আরেকটি ওয়েবসাইট ‘মেবেল অ্যান্ড ডেইজি’ নিজেদের ব্রিস্টলভিত্তিক মা ও...