বাংলাদেশ সোতোকান কারাতে দো-অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী দ্বিতীয় কারাতে কোচেস ও গ্রেডিং সেমিনার শেষ হয়েছে। শনিবার, (১১ অক্টোবর ২০২৫) কক্সবাজারে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। এ সময় কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু, সোতোকান কারাতে অ্যাসোসিয়েশন সভাপতি শামসের আলম ভুঁইয়া, কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং সোতোকান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান এ বি রনি, কোষাধ্যক্ষ আফজাল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, কারাতে ফেডারেশনের সদস্য নুর মোহাম্মদ রকি ও প্রচার সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বাংলাদেশ সোতোকান কারাতে দো-অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী দ্বিতীয় কারাতে কোচেস ও...