শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার এ পুরস্কার ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। এ বছর পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার এ রাজনীতিক ইসরায়েল ও নেতানিয়াহুর ‘ঘোরতর সমর্থক’, যা তাকে ‘গাজায় বোমাবর্ষণ ও গণহত্যার সঙ্গী’ বানিয়েছে বলে সমালোচনা হচ্ছে। তার বিরুদ্ধে আরও সমালোচনা তিনি নিজের দেশে সরকার উৎখাতে বিদেশি শক্তির ‘হস্তক্ষেপও’ চেয়েছেন। ২০২০ সালে ইসরায়েলের লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতার দলিলে ‘সই করেছেন’ এসবই তাকে ‘শান্তি পুরস্কারের অযোগ্য’ এবং নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘প্রশ্নবিদ্ধ’ করেছে বলে মত সমালোচকদের। তবে নোবেল কমিটি তাকে ‘শান্তির অগ্রদূত’ আখ্যা দিয়েছে। মাচাদোর পুরনো সব পোস্ট সামনে নিয়ে এসেছেন সমালোচকরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সংহতি জানানো মাচাদো অবশ্য প্যালেস্টাইনে হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে সরাসরি কিছু লিখেননি। তবে...