নিজেদের মাঠে প্রথমবারের মতো খেলার সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে দারুণ এক ইতিহাস লিখল নামিবিয়া। একমাত্র টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে আইসিসির এই সহযোগী সদস্য। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়তে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১১ রান। এন্ডাইল সিমিলানের প্রথম ডেলিভারিতেই ছক্কা হাঁকান নামিবিয়া ব্যাটার জেন গ্রিন। পরের চার বল থেকে চার রান তুলে ম্যাচ টাই করে নামিবিয়া। শেষ বলে এক রান হলেই চলত তাদের। তবে দিনটাকে স্বরণীয় করে রাখার পণ করা আফ্রিকার দেশটি সিঙ্গেল নয় চার মেরেই জয় নিশ্চিত করল। উইন্ডহোকে নামিবিয়ার জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ আয়ত্তের মধ্যেই রাখে স্বাগতিকরা। অবশ্য প্রোটিয়াদের একটি দল টেস্ট খেলতে এখন পাকিস্তান সফর করছে। তাতে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই নামে তারা। এরপরও...