আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিবাদপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু, সম্পর্কের টানাপোড়ন চলছে এখনো। এর মূলে রয়েছে ১৮৯৩ সালে ব্রিটিশ নির্ধারিত আফগানিস্তানের ‘ডুরাল্ড লাইন’ সীমানা। পরে দেশভাগের সময়ও বিতর্কিত সেই ডুরাল্ড লাইনই থেকে যায় পাকিস্তানের সীমানা। যা সব সময়ই অবৈধ বলে বিবেচনা করেছে আফগানিস্তান। দিনে দিনে বেড়েছে বই কমেনি। চলমান এই সীমান্ত বিরোধ, শরণার্থী সংকট, উগ্রপন্থি গোষ্ঠীর কার্যক্রম এবং কূটনৈতিক টানাপোড়েন-সবমিলিয়ে পাকিস্তানের জন্মের পর থেকেই জ্বলছে প্রতিবেশী দুই দেশ। ১৯৭০-এর দশক থেকে সোভিয়েত আগ্রাসন, গৃহযুদ্ধ, তালেবান উত্থান ও সন্ত্রাসবাদ এই দ্বিপাক্ষিংকি সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এপি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তসংলগ্ন পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা দুই দেশের পুরোনো বৈরিতা আরও চড়াও হয়ে উঠেছে। শুক্রবার ওই হামলার নিন্দা জানিয়েছে আফগান...