রাজনীতিতে ‘শেষ কথা’ বলে কিছু নেই। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর সেই চিত্রই তুলে ধরল আরও একবার। চিরকাল তালেবানকে জঙ্গি, সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও পাকিস্তানবিরোধী স্বার্থে (ভূরাজনৈতিক) সেই তালেবান সরকারকেই দিনশেষে বুকে টেনে নিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার। তালেবানের বিরুদ্ধে ‘নারী বিদ্বেষী’ অস্ত্রটিই ছিল ভারতের প্রচার মাধ্যমের সবচেয়ে বড় হাতিয়ার। দশকের পর দশক ধরে নারী অধিকার লঙ্গনের এই তথ্য যুদ্ধেই তালেবানকে ধরাশায়ী করেছে ভারত। অথচ দিন শেষে নয়াদিল্লির মাটিতেই তালেবান সরকারের ‘নারী অধিকার’ লঙ্ঘনের মতো লজ্জাজনক ঘটনার শিকার হলেন দেশটির নারী সাংবাদিকরা! আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ! আশ্চর্যের বিষয় হলো-কত সহজেই বিষয়টি মেনে নিল মোদি সরকার। শুক্রবারের এই ঘটনা তীব্র বিতর্ক সৃষ্টি করেছে ভারতে। এদিন ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শংকরের সঙ্গ বৈঠক করেন মুত্তাকি। কয়েকঘণ্টা...