ভেনিজুয়েলার গণতন্ত্র কর্মী মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই শান্তিকামী? সমালোচকদের ভাষ্য, মাচাদো ইসরায়েল এবং গাজায় বোমাবর্ষণকে সমর্থন করেন। শুধু তাই নয়, তিনি তার দেশে সরকার উৎখাতের জন্য বিদেশী হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছিলেন। নোবেল পুরস্কার কমিটি মাচাদোকে ‘শান্তির রক্ষক’ হিসেবে প্রশংসা করেছে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যে ভেনিজুয়েলায় গণতন্ত্রের শিখাকে জ্বালিয়ে রেখেছেন। কমিটির সভাপতি জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস মাচাদোকে ভেনিজুয়েলার ‘একসময় বিভক্ত রাজনৈতিক বিরোধী দলের মূল, ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন।আরো পড়ুন:ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউসশান্তিতে নোবেলজয়ী কে এই মাচাদো নোবেল কমিটি নাম ঘোষণার পরপরই সমালোচকরা মাচাদোর ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতি তার সমর্থন ব্যক্ত করা পুরনো পোস্টগুলো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ প্রতি সমর্থন ছিল...