রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে প্রাণবন্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। শনিবার,(১১ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজিত এ বিতর্কে অংশ নেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থীরা। অনুষ্ঠানটি আয়োজন করে রাকসু নির্বাচন কমিশন এবং সহযোগিতায় ছিল রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম। প্রেসিডেন্সিয়াল টিভি ডিবেট ধরনে অনুষ্ঠিত এ বিতর্কে চারটি পর্ব ছিল উদ্বোধনী বক্তব্য, পলিসি পর্ব, জিজ্ঞাসাবাদ এবং সমাপনী বক্তব্য। প্রার্থীরা নিজেদের ইশতেহার, পরিকল্পনা ও মতামত তুলে ধরেন। বিতর্কে অংশ নেন- ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের মেহেদী মারুফ, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ফুয়াদ রাতুল, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ প্যানেলের মাহবুব আলম, ছাত্র ইউনিয়ন (একাংশ) সমর্থিত...