যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। পানির হিস্যা আমাদের দেয় নাই, তিস্তার হিস্যা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্যা আমরা পাই নাই। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার,(১১ অক্টোবর ২০২৫) গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম হান্নান শাহ্’র ৯ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদের নির্বাচনী মাঠে নেমে যাওয়ার তাগিদ দেন। মির্জা ফখরুল আরও বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য। তিনি বলেন, শান্তিতে নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস বিশ্ববাসী যাকে সম্মান করে,...