পুরোটাই ধ্বংসস্তূপ। অনেকের মতো এই প্যালেস্টাইনি বৃদ্ধাও ফিরছেন তার ঘরে, যা সম্বল আছে তা নিয়ে। কারণ এখানেই তার আবাস, তার দেশ। এই ধ্বংসস্তূপেই নতুন করে শুরু করবেন জীবন -সংগৃহীত ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর ইসরায়েলি সেনা গাজার অনেক এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। গাজা থেকে পালিয়ে যাওয়া অধিবাসীরা এখন দলে দলে ফিরে আসছেন নিজেদের বাড়িঘরে। আগামীকাল জিম্মিদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল শুক্রবার সকালে কার্যকর হওয়ার পর গাজার বিভিন্ন অংশ থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সমঝোতা অনুযায়ী গাজার ভেতরেই অন্য স্থানে সেনা সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে তারা। এরপরও গাজার অর্ধেকের বেশি অংশ এখনও তাদের নিয়ন্ত্রণেই থাকছে বলে...