গুম থেকে ফিরে ভারতে নিজের বন্দিদশার স্মৃতি তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সিলেটের সেই সীমান্ত এলাকা পরিদর্শন করেন, যেখান দিয়ে তাকে ২০১৫ সালে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই সফর ছিলগুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রকল্পের অংশ। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, “যেদিন চোখ বেঁধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছুই বুঝতে পারিনি। জানতাম না আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম হয়তো ক্রসফায়ারে নেওয়া হচ্ছে। কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে, এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া...