সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের আয়োজন মার্কস অলরাউন্ডার। দেশের সব স্কুল-কলেজ, প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এ বিশাল আয়োজন— আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়। এ সপ্তাহে ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা।সিলেটের পাঠানটুলী দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ এবং পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় এ পর্ব।এরপর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর ও ফরিদপুর জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।কোন জেলার জামাই হচ্ছেন ইশরাকপ্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো হলো— প্লে-চতুর্থ : জুনিয়র স্কুল। বিষয় :...