১১ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি। আক্সার.এজেড-এর খবর অনুযায়ী, আন্দোলনের একটি সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল যতক্ষণ মেনে চলবে, ততক্ষণ ইয়েমেনের নেতা এই হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "যেহেতু গাজায় যুদ্ধের সক্রিয় পর্ব শেষ হয়েছে, তাই ইসরায়েল এবং দেশটির সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সমস্ত অভিযান স্থগিত করা হলো। ইয়েমেনের নেতা চুক্তির শর্তাবলী ইসরায়েল মানছে কিনা তা পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এর ওপর নির্ভর করবে।" গাজায় যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। উত্তরখানে ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান...