১১ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে শান্তির ধারণার প্রতি উপহাস বলে নিন্দা করেছে কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস। শনিবার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ভেনেজুয়েলায় অবস্থিত ইরান দূতাবাস বলেছে, “যে ব্যক্তি গাজায় গণহত্যার ন্যায্যতা দেয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশী সামরিক আক্রমণের আহ্বান জানায়, তাকে 'শান্তি' পুরস্কার প্রদান উন্নয়নশীল বিশ্বের প্রতি পশ্চিমাদের বিভেদ সৃষ্টিকারী এবং হস্তক্ষেপমূলক মানসিকতার আরও একটি ইঙ্গিত মাত্র।” ইরানি মিশনটি জোর দিয়ে বলেছে, এই পছন্দটি "শান্তির" ধারণার প্রতি উপহাস ছাড়া আর কিছুই নয়।শুক্রবার "ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচারের" পক্ষে কাজ করার জন্য দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।তবে, সমালোচকরা ইসরায়েলি শাসনের প্রতি মাচাদোর...