অন্তত পাঁচটি দল নিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য দল চেয়ে দরপত্র আহ্বান করছে বিসিবি। ৫ বছরের জন্য যারা দল কিনতে পারবেন, তাদেরই অগ্রাধিকার দেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজির জন্য সম্ভাব্য ১০টি এলাকা নির্বাচন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।আরো পড়ুন:ডিসেম্বরে বিপিএল আয়োজনে আইএমজি, হবে ছয় দল নিয়ে‘হাজার কোটি টাকা থাকলে বিপিএলে আসা উচিত’ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করা হয়েছে। পত্র-পত্রিকায় বিজ্ঞাপনও যাবে রবিবার (১২ অক্টোবর)। এর মাধ্যমে এবারের বিপিএলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভাবমূর্তি ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি ভাবনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা...