গতকাল শুক্রবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে বিধ্বস্ত ভূখণ্ড থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে শুরু করে। এরফলে ক্লান্ত-বিধ্বস্ত গাজাবাসী শহরের দক্ষিণ থেকে উপকূলের রাস্তা ধরে উত্তর দিকে যেতে শুরু করে। যুদ্ধবিরতির এই সুযোগে গাজা শহরে নিজের বাড়িতে ফিরেছেন রাজা সালমি। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও নির্বিচার বোমাবর্ষণে তার বাড়ির আশপাশের এলাকায় ধ্বংসের চিহ্ন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তার। সালমি বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা হেঁটে এখানে পৌঁছেছি, প্রতিটি পদক্ষেপে বাড়ির জন্য ভয় আর উদ্বেগ কাজ করছিল আমার মনে।’ তবে যখন তিনি আল-রিমাল এলাকায় পৌঁছালেন দেখলেন তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। সালমি বলেন, ‘বাড়ির কোনো অস্তিত্ব ছিল না। এখানে ছিল কেবল জঞ্জালের স্তূপ। আমি এর...