ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। টানা ৪ ম্যাচে ৭, ১৭, ১০ ও ০ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ১০ আর আজ ০ রানে আউট হলেন তানজিদ। তানজিদ হাসান তামিমের মতো একই অবস্থা ‘লর্ড’ শান্তর। তিনি টানা ৫ ওয়ানডেতে ব্যর্থ। টানা ৫ ম্যাচে ২৩, ১৪, ০, ২ ও ৭ রানে আউট হলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচে ২ ও ৭ রানে ফেরেন শান্ত। ২৫ রানে ২ উইকেট পতনের পর মনে হয়েছিল ওপেনার সাইফ হসানা আজ একটু রয়ে সয়ে খেলবেন। কিন্তু তিনিও খেই হারিয়ে ফেললেন। সপ্তম ওভারের তৃতীয় বলে আজমত উল্লাহকে বাউন্ডারি হাঁকান। পরের বলে হাঁকান ওভার বাউন্ডারি। ওভারের পঞ্চম বলে বাউন্সার দেন আজমত। কিন্তু মাথার...