বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে 'পুঁথিপাঠের আসর' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। তারপরে জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন পুঁথি পাঠক ও হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ। এরপর মহানবীর জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক এবং শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার। আরও পড়ুনআরও পড়ুনসত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুমতি বাতিল, শরৎ উৎসব হবে ঢাবির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম...