লেবাননে ইসরাইলি হামলার পর দেশটির সেনা কর্মকর্তারা ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই এবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার দেশটির সিদন জেলার আল নাজারিয়াহ গ্রামে চালানো এ হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। এ ছাড়া ৩০০ যানবাহন ধ্বংস হয়ে গেছে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। শনিবার দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এদিন গাজার ধ্বংসস্তুপ থেকে ইসরাইলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০টি...