এবার ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের কাছে ওড়িশার এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ও দুর্গাপুরের শিবপুর এলাকার আইকিউ সিটি মেডিকেল কলেজে অধ্যয়নরত ওই ছাত্রী তার এক ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কলেজের গেটের কাছে কয়েকজন লোক তাদের আটক করে। এরপর তারা ওই ছাত্রীকে একটি জঙ্গলে নিয়ে যায় ও ধর্ষণ করে। ২৩ বছর বয়সী তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর বন্ধু পালিয়ে গেছে। তারা সন্দেহ করছে যে সেও এই ঘটনার সাথে জড়িত। পুলিশে করা অভিযোগে ভুক্তভোগীর বাবা বলেছেন, মেয়েকে তার বন্ধু ভুলভাবে একটি খালি জায়গায় নিয়ে গেছে। তিনি আরও জানান, আক্রমণকারীরা তাঁর মেয়ের মোবাইল ফোন ও তাঁর কাছ থেকে পাঁচ হাজার রুপি...