চুল পড়া বা টাক পড়ার সমস্যায় ভোগা মানুষের জন্য আশার খবর দিল এক নতুন গবেষণা। গবেষকদের দাবি, পেঁয়াজের রস হতে পারে চুল গজানোর একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান। গবেষণায় অংশ নেওয়া অ্যালোপেসিয়া এরিয়াটা (চুল পড়ে টাক হয়ে যাওয়া একধরনের সাধারণ রোগ)–তে আক্রান্ত রোগীদের মাথার ত্বকে দিনে দুইবার তাজা পেঁয়াজের রস লাগাতে বলা হয়। আট সপ্তাহের এই পরীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৮৬ শতাংশের মাথায় নতুন চুল গজাতে শুরু করেছে। অনেকের ক্ষেত্রেই মাত্র চার সপ্তাহের মধ্যেই ফল মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজে থাকা সালফার যৌগ রক্তসঞ্চালন বৃদ্ধি করে, প্রদাহ কমায় এবং চুলের...