চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য ‘হুমকি হয়ে দাঁড়াবে’ বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রতিবাদ বন্ধ করে সরকার এই এক মাসের মধ্যেই বন্দর নিয়ে ‘বিদেশিদের সাথে চুক্তি সম্পন্ন করতে চাইছে’। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর জিয়া স্মৃতি যাদুঘর সেমিনার হলে এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় সম্পদকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে। জাতীয় সক্ষমতা তৈরি করা ছাড়া কোনো দেশ বিশ্বে স্বাধীন মর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে দাঁড়াতে পারে না। “চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে গেলে, তা জাতীয় নিরাপত্তা ও...