জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার বলেছেন, এনসিপির জনপ্রিয়তা ও সাংগঠনিক বিস্তার দেখে ঈর্ষান্বিত একটি মহল এখন অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি বলেন, এনসিপির এই দ্রুত উত্থান অনেকের কাছে রাজনৈতিক থ্রেট হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশে না থাকলেও বাকিরা দেশে থেকেই রাজনীতি করছেন। ষড়যন্ত্র করতে হলে মাঠে নামতে হয় না— একবার মনের ভেতর ঢুকিয়ে দিলেই তা কাজ করে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই যোদ্ধা রাব্বির মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও পড়ুনআরও পড়ুন‘আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই’ জাহিদুর রহমান তালুকদার অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিকুল ইসলাম রাব্বি নিজেই মামলার বাদী...