ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত। এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তারা দলের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করছেন না। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সমর্থকরাও এটিকে আওয়ামী লীগ পুনর্বাসনের নীলনকশা হিসেবে দেখছেন। গত ৬ অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর বাসায় তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ। জানতে চেষ্টা করেছেন...