১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম কাদিয়ানী সম্প্রদায় ইসলামের মূল বিশ্বাস, বিশেষ করে খতমে নবুয়ত-এর পরিপন্থি মতবাদ প্রচার করে। এই বিশ্বাস মুসলিম উম্মাহর সর্বজনীন আকীদার পরিপন্থি এবং তা মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার জন্যও জরুরি। আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার রাজধানীর দিলু রোড মাদ্রাসায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পরামর্শ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় নেতৃবৃন্দ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানান। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে ও মাওলানা আবুল কাসেম আশরাফীর সঞ্চালনায় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে...