সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ও সুযোগ-সুবিধা পাওয়াসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্য ফোরাম আয়োজিত ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা সংকট: বৈষম্য নিরসন ও জাতি গঠনের উত্তরনের পথ’ শীর্ষক সেমিনারে সংগঠনটি এসব দাবি জানায়। মো. রাকিবুল ইসলাম ও মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহজাহান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, ইকামতে দ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা...